আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার তথাকথিত মার্কিন বার্ষিক প্রতিবেদন ভণ্ডামি ও দ্বৈত নীতির প্রকাশ: চীনা মুখপাত্র
2022-06-07 10:38:29

জুন ৬:যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘২০২১ সালে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার রিপোর্ট’ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন গতকাল (সোমবার) বলেছেন, রিপোর্টে চীন-সংক্রান্ত বিষয় এবং চীনের নীতিমালা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের বক্তৃতা বাস্তবতা উপেক্ষা করেছে এবং তা পক্ষপাতদুষ্ট। রিপোর্টে চীনের ধর্মীয় নীতির বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ করা হয়েছে। চীন এতে তীব্র অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে তার বিরোধিতা করে।

ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাকে সম্মান করা এবং তা রক্ষা করা হলো চীনের কমিউনিস্ট পার্টি এবং ধর্মীয় বিষয়ে চীন সরকারের মৌলিক নীতি। চীনে, সরকারি আইন অনুসারে ধর্মীয় বিষয়গুলো পরিচালনা করা হয়, নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও স্বাভাবিক ধর্মীয় কার্যকলাপের স্বাধীনতা রক্ষা করা হয় এবং ধর্মাবলম্বী নাগরিকরা অ-ধর্মাবলম্বী নাগরিকদের মতো একই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার লাভ করে। দীর্ঘকাল ধরে এসব বিষয় সংবিধানে লেখা রয়েছে, তা কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে। একই সময়ে, সংবিধানে এটাও বলা হয়েছে যে, সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য কেউ ধর্মকে ব্যবহার করতে পারবে না। ধর্মীয় গোষ্ঠী এবং ধর্মীয় বিষয়গুলো বিদেশি শক্তির নিয়ন্ত্রণাধীন নয়। চীন সরকার দৃঢ়তার সঙ্গে চরমপন্থা প্রচারের জন্য ধর্মকে ব্যবহার করার কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। লিলি/তৌহিদ/শুয়ে