নেপালি পর্বতারোহণ দল মাউন্ট এভারেস্টসহ চারটি পর্বত থেকে ৩৩ টনেরও বেশি বর্জ্য পরিষ্কার করেছে
2022-06-06 10:50:45

জুন ৬:নেপালি সেনাবাহিনী গতকাল (রোববার) জানায়,  সেনাবাহিনীর নেতৃত্বে পর্বতারোহী দল গত দুই মাসে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ চারটি চূড়া থেকে ৩৩ টনেরও বেশি বর্জ্য পদার্থ পরিষ্কার করেছে।


এদিন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, ৯২জনকে নিয়ে গঠিত তিনটি পর্বতারোহী দল ৫ এপ্রিল থেকে মাউন্ট এভারেস্ট, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোটস এবং বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ মানাসলু থেকে পর্বতারোহীদের ফেলে যাওয়া বর্জ্য সংগ্রহ করা শুরু করে। ৫ জুন পর্যন্ত পরিষ্কার অভিযান শেষ করে ৩৩ হাজার ৮৭৭ কিলোগ্রাম বর্জ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে ৭২২৭ কিলোগ্রাম ‘বায়োডিগ্রেডেবল’ বর্জ্য। তা ছাড়া, পর্বতারোহণকারী দল কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে দুটি মানব-কঙ্কালও খুঁজে পায়। তা সনাক্তকরণ ও দাহ করার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে নেপালি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ শারমা বলেন, চারটি চূড়ার জীববৈচিত্র্য রক্ষার জন্য পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো খুবই প্রয়োজন।

 

হিমালয়ে অঞ্চলে বর্জ্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, নেপালের সেনাবাহিনী ২০১৯ সাল থেকে ‘মাউন্টেন ক্লিনিং ক্যাম্পেইন’ শুরু করে। সেই বছরে মোট ১০ টন বর্জ্য এবং ২০২১ সালে ২৭.৬ টন বর্জ্য সংগ্রহ করা হয়। ২০২০ সালে নভেল করোনাভাইরাস মহামারীর কারণে পরিচ্ছন্নতা অভিযান বাতিল করা হয়েছিলো।

লিলি/তৌহিদ/শুয়ে