বিশ্বব্যাপী প্রতিটি খাদ্য-সংকটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ছায়া: চীনা মুখপাত্র
2022-06-06 20:02:37

জুন ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বব্যাপী প্রতিটি খাদ্য-সংকটের পেছনে যুক্তরাষ্ট্রের ছায়া রয়েছে। বর্তমান পরিস্থিতিতে, আন্তর্জাতিক সমাজের উচিত খাদ্যসংকট মোকাবিলায় একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো।

তিনি বলেন, আগুনে ঘি ঢেলে এবং কোনো দেশের ওপর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি শান্ত করা যাবে না; এতে বরং খাদ্যসংকট আরও বাড়বে।

সম্প্রতি, আফ্রিকান ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান এবং সেনেগালের প্রেসিডেন্ট সাল বলেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা আফ্রিকার খাদ্য নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচিও কয়েকদিন আগে সতর্কবার্তা জারি করেছে যে, মানবজাতি "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় খাদ্যসংকটের" সম্মুখীন হতে পারে। এ-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে চাও লি চিয়ান বলেন, বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন। রাশিয়া ও ইউক্রেন  বিশ্বের গুরুত্বপূর্ণ শস্য-রপ্তানিকারক দেশ। দুই দেশের চলমান যুদ্ধ এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা তাই খাদ্য-সংকটকে উস্কে দেবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার শস্য ও সার রপ্তানির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এতে পরিস্থিতির আরও অবনতি ঘটবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে, চলতি বছরের মার্চ মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। (ইয়াং/আলিম/ছাই)