বিশ্ব পরিবেশ দিবসের জাতীয় অনুষ্ঠানে সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা
2022-06-06 21:18:38

জুন ৬: চীনে বিশ্ব পরিবেশ দিবসের জাতীয় অনুষ্ঠান গতকাল (রোববার)  লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরে আয়োজিত হয়। এ উপলক্ষ্যে একটি শুভেচ্ছাবার্তা পাঠান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

বার্তায় সি চিন পিং বলেন, প্রাকৃতিক পরিবেশ হলো মানবজাতির টিকে থাকা ও উন্নয়নের ভিত্তি। সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা হলো বিভিন্ন দেশের জনগণের অভিন্ন আশা। চীন ‘সবুজ পাহাড় ও পানি হলো স্বর্ণ ও রৌপ্যের পাহাড়’ ধারণায় অবিচল থাকবে। চীন পরিবেশ সুরক্ষার জন্য ধারাবাহিক মৌলিক, উদ্ভাবনভিত্তিক ও স্থায়ী পরিকল্পনা প্রণয়ন করেছে।

তিনিই আরও বলেন, চীন অর্থনীতি ও সমাজ উন্নয়নে সবুজায়ন ত্বরান্বিত করার পাশাপাশি, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবে। মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থানের মাধ্যমে সুন্দর চীন গড়ে তোলার প্রচেষ্টাও অব্যাহত থাকবে। (ছাই/আলিম)