সীতাকুণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি বিএনপি’র
2022-06-06 18:00:31

ঢাকা, জুন ৬: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিভাগ চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

দুর্ঘটনায় শোক জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সীতাকুণ্ডের যে ঘটনা, আবারও আমাদের গোটা জাতির বিবেককে নাড়া দিয়ে গেল।‘

মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের অবকাঠামো কিছু তারা তৈরি করেছেন। কিন্তু সেই সঙ্গে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা নেই। তথাকথিত অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারী করা, দুর্নীতি করা, এগুলোই তাদের মূল লক্ষ্য। জনগণের নিরাপত্তার জন্য, তাদের ভালো রাখার জন্য এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই।‘

সাজিদ/শান্তা