ঘোষণা: মহাকাশসম্পর্কিত ছবি সংগ্রহ
2022-06-05 17:28:47

৫ জুন সকালে চীনের শেনচৌ-১৪ মনুষ্যবাহী মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তিন জন সদস্য ছেন দং, লিউ ইয়াং ও ছাইস্যু-কে নিয়ে মহাকাশযানটি চীনের মহাকাশকেন্দ্রে যায়। নভোচারীরা মহাকাশকেন্দ্রে ৬ মাস থাকবেন ও নিজেদের দায়িত্ব পালন করবেন।

মহাকাশকেন্দ্র হলো মহাকাশে নভোচারীদের বাড়ির মতো। ২০২২ সালে চীন থিয়ানচৌ-৫ ও শেনচৌ-১৫ মানুষ্যবাহী মহাকাশযানসহ মোট ৬টি মহাকাশযান মহাশূন্যে পাঠাবে। এ বছরের শেষ দিকে চীনা মহাকাশকেন্দ্র নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। চীনা মহাকাশকেন্দ্র হবে মানবজাতির মহাকাশে অভিন্ন বাড়ি।

মহাকাশকেন্দ্র কীরকম? আপনি মহাকাশে যেতে চান? আপনার মনে মহাকাশের জীবন কেমন? ছবিতে নিজের মনের মহাকাশকেন্দ্র আঁকার আমন্ত্রণ জানাই আমরা। আপনি নিজের ছবি আগামী ১৫ জুনের আগে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। অবশ্যই আপনি নিজের মহাকাশসম্পর্কিত প্রশ্নও করতে পারেন। চীনা বিশেষজ্ঞ ও মহাকাশচারীরা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন।

(ছাই/আলিম)