কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল করতে চীনা জাতীয় গ্রাম পুনরুজ্জীবন ব্যুরোর ব্যবস্থা
2022-06-05 17:38:26

জুন ৫: গ্রামীণ বাসিন্দাদের কর্মসংস্থান নিশ্চিত করতে এবং দারিদ্র্য প্রতিরোধে একাধিক ব্যবস্থা নিয়েছে চীনের জাতীয় গ্রাম পুনরুজ্জীবন ব্যুরো। এর আওতায় চলতি বছর চীনে দরিদ্র গ্রামীবাসীদের জন্য অন্তত ৩ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। জাতীয় গ্রাম পুনরুজ্জীবন ব্যুরোর মহাপরিচালক লিউ হুয়ান সিন সম্প্রতি বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 লিউ হুয়ান সিন বলেন, বর্তমান কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করতে হবে। মহামারী পরিস্থিতিতে উত্পাদন পুনরুদ্ধার করতে হবে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)