ফিলিস্তিন ও ফ্রান্সের প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ অনুষ্ঠিত
2022-06-05 16:43:28


জুন ৫: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ গতকাল (শনিবার) এক ফোনালাপে মিলিত হন। এসময় তাঁরা ফিলিস্তিন-ইসরাইল সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।

    বার্তাসংস্থা জানায়, ফোনালাপে আব্বাস ইসরাইলের বিরুদ্ধে চুক্তি ও প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ এনে বলেন, ফিলিস্তিন-ইসরাইল সম্পর্কের বর্তমান পরিস্থিতি  ‘অগ্রহণযোগ্য’। তিনি বলেন, ইসরাইল আল-আকসা মসজিদের মতো পবিত্র স্থানে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত ইসরাইলকে থামানো।

    ফোনালাপে ম্যাকখোঁ বলেন,  তাঁর দেশ ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের সঙ্গে একযোগে কাজ করবে। তিনি মাহমুদ আব্বাসকে ফ্রান্স সফরের জন্য আমন্ত্রণ জানান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)