বাংলাদেশে সংসদ অধিবেশন আজ শুরু, বাজেট পেশ ৯ জুন
2022-06-05 19:51:12

ঢাকা, জুন ৫: বাংলাদেশে চলতি একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার বিকাল ৫টায়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আগামী ৯ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন চলতি মেয়াদের সরকারের এটি হবে চতুর্থ বাজেট।

করোনা মহামারির কারণে আগের দুটি বাজেট অধিবেশনের কার্যদিবস ছিল সীমিত। ওই দুটি বাজেট অধিবেশন ছাড়াও মহামারিকালে সংসদের অন্য অধিবেশনগুলোও ছিল সংক্ষিপ্ত। স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছিল অধিবেশন। সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে যোগ দিয়েছিলেন।

করোনার সংক্রমণ এখনো থাকায় এবারও স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশন পরিচালিত হবে। তবে এবার সব সংসদসদস্য  প্রতি কার্যদিবসেই সংসদে যোগ দিতে পারবেন, কোনো পালা থাকছে না।

এ ছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও নিয়মিত স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারবেন। সাংবাদিকরাও সরাসরি সংসদ ভবনে গিয়ে পুরো অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে পারবেন।

হাশিম/শান্তা