সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বড় হচ্ছে লাশের মিছিল
2022-06-05 19:48:58

ঢাকা, জুন ০৫: বাংলাদেশের অন্যতম বড় জেলা চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক বাড়ছে লাশের সংখ্যা। সবশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ ৪২ জন নিহতের খবর পাওয়া গেছে।  দগ্ধ এবং আহত হয়েছেন চার শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ ও আহত দেড়শতাধিক মানুষকে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ২১ জন এবং পুলিশের ১০ সদস্য রয়েছেন।  স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সঙ্গে সকাল থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল যোগ দেয়।    

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে কন্টেইনার ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড নামে দাহ্য রাসায়নিক পর্দাথ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।


ঐশী/শান্তা