চীন ও গ্রিসের প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়
2022-06-05 16:44:03


জুন ৫: আজ (রোববার) চীন ও গ্রিসের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে দু’দেশের প্রেসিডেন্টদ্বয় পরস্পরকে শুভেচ্ছাবার্তা পাঠান।

    বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, বিগত অর্ধ শতাব্দীতে চীন ও গ্রিস সময়ের প্রবণতা অনুসরণ করেছে, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলিতে দৃঢ়ভাবে পরস্পরকে সমর্থন করেছে, এবং যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ তৈরি করেছে।

    প্রেসিডেন্ট সি চীন-গ্রিস সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে দু’দেশের উচিত নিজেদের বন্ধুত্বকে আরও গভীর করা এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ গ্রহণ করা।

    নিজের শুভেচ্ছাবার্তায় গ্রিসের প্রেসিডেন্ট বলেন, বিগত ৫০ বছরে গ্রিস ও চীন এমন একটি দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করেছে যার ভিত্তি পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা।  উভয় পক্ষের উচিত যৌথভাবে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ জোরদার করতে এবং বিশ্ব শান্তি বজায় রাখতে যৌথ প্রচেষ্টা চালানো।

    একই দিনে চীন ও গ্রিসের প্রধানমন্ত্রীদ্বয়ও পরস্পরকে শুভেচ্ছাবার্তা পাঠান।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)