পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2022-06-05 17:09:54

জুন ৬: স্থানীয় সময় ৪ঠা জুন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা দিলিতে চীনের জাতীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেন।

    সাক্ষাতে প্রেসিডেন্ট হোর্তা বলেন, তাঁর দেশ প্রেসিডেন্ট সি চিন পিং-এর নেতৃত্বে অর্জিত চীনের অসাধারণ সাফল্যের প্রশংসা করে এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগকেও পূর্ণ সমর্থন করে। চীনের উন্নয়ন শুধু চীনের জনগণের জন্য নয়, বরং পূর্ব তিমুর তথা গোটা বিশ্বের জন্যও কল্যাণ বয়ে এনেছে।

    তিনি আরও বলেন, পূর্ব তিমুর ‘এক চীননীতি’ মেনে চলবে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও দেশটি কাজ করে যাবে।

    এসময় ওয়াং ই বলেন, পূর্ব তিমুরের জনগণের জীবনমান উন্নয়নে, দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এবং অবকাঠামো নির্মাণে চীন সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। মহামারী শুরুর পর চীন তাৎক্ষণিকভাবে পূর্ব তিমুরে চিকিত্সকদল পাঠিয়েছে ও ৩ লক্ষাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি, চীন পূর্ব তিমুরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং দেশটির শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রেখেছে।

    ওয়াং ই আরও বলেন, উভয় পক্ষের উচিত "এক অঞ্চল, এক পথ"-এর আওতায় উচ্চমানের সহযোগিতা চালিয়ে যাওয়া। চীন আশা করে, পূর্ব তিমুর যথাসম্ভব দ্রুত আসিয়ানে যোগ দেবে এবং বড় এশীয় পরিবারের সদস্য হবে। (ইয়াং/আলিম/ছাই)