ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে: দীপু মনি
2022-06-04 20:09:56

ঢাকা, জুন ৪: আধুনিক বাংলাদেশ গড়তে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান ও শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে- বললেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার কক্সবাজারে কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স সেন্টারের ‘মেরিন রিসার্চ হ্যাচারি’ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বাস্তবমুখী বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনেই কেবল যোগ্য নাগরিক গড়া সম্ভব। প্রচলিত ও গতানুগতিক শিক্ষায় তা অসম্ভব।

শিক্ষামন্ত্রী বলেন, মেরিন রিসার্চ হ্যাচারিতে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে তেলাপিয়া-পাঙাশের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এ লক্ষ্যে উন্নত গবেষণাগার হবে মেরিন হ্যাচারি। এখানে বাংলাদেশের গবেষকের পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকরা যৌথভাবে কাজ করবেন।

হাশিম/শান্তা