উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চীন ৩-দফা নীতি অনুসরণ করে: ওয়াং ই
2022-06-04 16:33:10

জুন ৪: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) মোরসবি পোর্টে বলেছেন, তাঁর দেশ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ৩-দফা নীতি অনুসরণ করে থাকে।

তিনি বলেন, একে অপরকে সমান হিসেবে গণ্য করা, পারস্পরিক সহায়তা, ও উন্নয়নকে কেন্দ্র করেই চীনের সাথে অন্যান্য উন্নয়নশীল দেশের সম্পর্ক গড়ে উঠে ও সামনে এগিয়ে যায়।

ওয়াং ই বলেন, চীন প্রতিটি দেশের সাথে সমান আচরণ করে, বিশেষ করে ছোট ও মাঝারি দেশগুলোকে চীন যথাযথ সম্মান দেয়। চীন কোনো কোনো বড় দেশের মতো অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। পাশাপাশি চীন জাতিসংঘের সংবিধান ও আন্তর্জাতিক আইন মেনে চলে।

তিনি বলেন, চীন দৃঢ়ভাবে আধিপত্যবাদের বিরোধিতা করে এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সমর্থন ও সহায়তার নীতি অনুসরণ করে।

তিনি আরও বলেন, উন্নয়ন ও সমৃদ্ধি, জনগণের জীবনমান উন্নয়ন, এবং রাষ্ট্রীয় সামর্থ্য বৃদ্ধি হলো উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন কাজ। উন্নয়নশীল দেশগুলোকে পারস্পরিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে হবে। চীন বরাবরই বিভিন্ন উন্নয়নশীল দেশসহ সকল দেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)