‘চীনের মহাকাশকেন্দ্রকে জাতীয় মহাকাশ-গবেষণাগার হিসেবে গড়ে তোলা হবে’
2022-06-04 17:00:12

জুন ৪: চীনের মহাকাশকেন্দ্রকে জাতীয় মহাকাশ-গবেষণাগার হিসেবে গড়ে তোলা হবে। আজ (শনিবার) বেইজিংয়ে শেনচৌ-১৪ মানববাহী মিশনের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের মানববাহী মহাকাশ প্রকল্পের উপ-পরিচালক লিন শি ছিয়াং।

তিনি আরও বলেন, শেনচৌ-১৪ মিশনে মহাকাশকেন্দ্রের মূল অংশ থিয়ানহ্য, ওয়েনথিয়ান পরীক্ষামূলক কেবিন. এবং মেং থিয়ান পরীক্ষামূলক কেবিনের সমন্বয়ে সম্পূর্ণ মহাকাশকেন্দ্র গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। তা ছাড়া, চলতি মিশনে শেনচৌ-১৪-এর নভোচারীরা এবারই প্রথম ওয়েন থিয়ান পরীক্ষামূলক কেবিনে এয়ারলক ব্যবহার করবেন এবং থিয়ানকুং ক্লাসরুম কার্যক্রম চালিয়ে যাবেন। (ইয়াং/আলিম/ছাই)