চীনের তুংফেং এরোস্পেস সিটি
2022-06-04 17:03:21

মানববাহী মহাকাশ উত্ক্ষেপণকেন্দ্র, যা ‘তুংফেং এরোস্পেস সিটি’ নামেও পরিচিত। ২০২১ সালে, চীনের মহাকাশকেন্দ্রসংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ মিশনের ‘শেনচৌ-১২’ ও ‘শেনচৌ-১৩’ মানববাহী মহাকাশযান এখান থেকেই উত্ক্ষেপিত হয়।

তুংফেং এরোস্পেস সিটিতে অফিসভবন, হাসপাতাল, পার্ক থেকে শুরু করে রাস্তায় ছোট সুপারমার্কেট, রাতের বারবিকিউ স্টল পর্যন্ত প্রায় সবকিছুই আছে। এসব দেখে মনে হয় এটি চীনের অন্যান্য শহর থেকে আলাদা নয়। তবে, আপনি যদি কিছুক্ষণ এখানে থাকেন, তবে দেখতে পাবেন যে, এখানকার সবকিছুর সাথে "মহাকাশযান" শব্দটি অবিচ্ছেদ্যভাবে যুক্ত।

অ্যারোস্পেস সিটিতে একটি ফেইথিয়ান পার্ক রয়েছে। চীনের মানববাহী মহাকাশযানের নভোচারীরা মিশনে যাওয়ার আগে এই পার্কে এসে গাছের চারা রোপন করেন।

মিশনে যাওয়ার আগে নভোচারীরা তুংফেং সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৫৮ সালে চিউছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। চীনের মহাকাশ গবেষণার স্বার্থে সাত শতাধিক কর্মী জীবন দিয়েছেন।  তুংফেং বিপ্লবী শহীদদের কবরস্থানই তাদের শেষ ঠিকানা। (ইয়াং/আলিম/ছাই)