চীনা জনগণকে সম্মান করা মার্কিন রাজনীতিকদের মুখের কথা: সিএমজি সম্পাদকীয়
2022-06-03 19:15:18

জুন ৩: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টোনি ব্লিনকেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের চীন সম্পর্কিত নীতি নিয়ে বক্তৃতা দেওয়ার সময় বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি ও চীন সরকারের সঙ্গে  যুক্তরাষ্ট্রের বিরাট মতভেদ আছে। তবে, এসব মতভেদ শুধু দু’দেশের সরকার ও প্রশাসন ব্যবস্থার মধ্যে, জনগণের মধ্যে নয়। তিনি এ কথাও বলেছেন যে, যুক্তরাষ্ট্র চীনা জনগণের সফলতা, ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান করে। এসবই মুখরোচক কথা বলে মন্তব্য করেছে সিএমজি সম্পাদকীয়।

 

সম্পাদকীয়তে বলা হয়, এসব বক্তব্য মার্কিন রাজনীতিকের সবসময়ের কৌশল। মার্কিন রাজনীতিকরা যদি সত্যিই চীনা জনগণকে সম্মান করে, তাহলে চীনা জনগণের বাছাই করা উন্নয়নের পথ ও রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করতে হবে। চীনা জনগণের পছন্দের দল- চীনা কমিউনিস্ট পার্টিকেও সম্মান করতে হবে।

চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার একশ’ বছরে সবসময় জনস্বার্থকে শীর্ষে রেখেছে সিপিসি। পার্টির নিজের কোনো বিশেষ স্বার্থ নেই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দশ বছর স্থায়ী গণ-জরিপ থেকে জানা যায়, সিপিসি ও সরকারের প্রতি চীনা জনগণের সন্তুষ্টির হার সবসময় ৯০ শতাংশেরও বেশি। যা প্রমাণ করে যে, চীনের কমিউনিস্ট পার্টি হলো জনগণের বাছাই।

 

ব্লিনকেন সুন্দর কথা বললেও, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধাচরণ লুকিয়ে রাখতে পারে না। চীনা জনগণ ও আন্তর্জাতিক সমাজ তা স্পষ্টভাবে বোঝে। মার্কিন রাজনীতিকের উচিত- নিজ দেশের সমস্যা সমাধান করা এবং নিজ দেশের জনগণের আস্থা অর্জন করা।

(শুয়েই/তৌহিদ/লিলি)