জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ভিত্তিহীন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন
2022-06-03 18:15:13

 

জুন ৩: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই বিং নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে অংশ নিয়েছেন। তিনি শান্তি বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় চীনের অবস্থান তুলে ধরেছেন এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ভিত্তিহীন অভিযোগের কঠোর সমালোচনা ও প্রত্যাখ্যান করেছেন।

তাই বিং উল্লেখ করেন যে- আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে। ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনের’ বিষয়ে একটি ন্যায্য রায় দিতে হবে। এজন্য, আন্তর্জাতিক আইনের সমান ও অভিন্ন প্রয়োগ জরুরি।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রতিনিধিদের ভিত্তিহীন অভিযোগের দৃঢ় বিরোধিতা করে চীন। যে কেউ চীনের সিনচিয়াং সফর করলে তারা কখনোই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মিথ্যার সঙ্গে একমত হতে পারবে না। এটি মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আচরণের প্রমাণ এবং ‘চীনকে নিয়ন্ত্রণে সিনচিয়াংকে ব্যবহার করার’ মার্কিন ষড়যন্ত্র উন্মোচন করবে।

জিনিয়া/তৌহিদ/শুয়েই