ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
2022-06-03 16:20:28

ঢাকা, জুন ৩: বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকাসহ ৭ বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। সকাল ১১ টায় শুরু হয়ে পরীক্ষা চলে সাড়ে ১২টা পর্যন্ত।

বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটে ভর্তির জন্য আবেদন করে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী। এই ইউনিটে আসন সংখ্যা ৯৩০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় নানাবিধ পদক্ষেপ নিয়েছে। দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তায় ঢাকার বাইরের কেন্দ্রে প্রশ্ন পাঠানো হয়েছে।

সাজিদ/রহমান