ঢাকার গণপরিবহনে হয়রানির শিকার ৪৭ শতাংশ নারী
2022-06-03 17:22:01

ঢাকা, জুন ৩: বাংলাদেশের রাজধানী ঢাকার গণপরিবহনে চলাচল করা নারীদের ৬৩ শতাংশ নানা ধরনের হয়রানির শিকার হন। এদের মধ্যে প্রায় ৪৭ শতাংশ যৌন হয়রানির শিকার হয়েছেন।

‘ঢাকা শহরে গণপরিবহনে হয়রানি: কিশোরী এবং তরুণীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব’ শিরোনামের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির মধ্যে রয়েছে গণপরিবহনে ওঠা-নামার সময় চালকের সহকারীর অযাচিত স্পর্শ, বাসে জায়গা থাকার পরও যাত্রীদের গা ঘেঁষে দাঁড়ানো, বাজেভাবে স্পর্শ করা, ধাক্কা দেওয়া ও বাজে মন্তব্য।

যৌন নিপীড়নকারীদের মধ্যে যাত্রীর সংখ্যাই বেশি। গণপরিবহনের চালক ও চালকের সহকারীর হাতেও নিপীড়নের শিকার হয়েছেন অনেকে। নিপীড়নকারীদের মধ্যে ৪০ বছরের বেশি বয়সীদের সংখ্যা বেশি।

শুক্রবার জরিপ প্রতিবেদনের ফলাফল প্রকাশ করে আঁচল ফাউন্ডেশন নামের এক বেসরকারি সংস্থা। প্রতিবেদন তৈরিতে রাজধানী ঢাকার বাস, ট্রেন, লেগুনা, রাইড শেয়ারিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জরিপ কার্যক্রম চালানো হয় বিভিন্ন এলাকার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মজীবী নারী ও কিছু সংখ্যক গৃহবধূর ওপর।

সাজিদ/রহমান