রুশ-ইউক্রেন সংঘর্ষে সৃষ্ট শস্য সংকট দ্রুত মোকাবিলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
2022-06-02 17:26:12

 

জুন ২: জাতিসংঘ মহাসচিব গতকাল (বুধবার) জানান, রুশ-ইউক্রেন সংঘর্ষ শস্য সংকট বয়ে আনতে পারে। তা মোকাবিলা করতে আন্তর্জাতিক সমাজের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া।  

 

তিনি এদিন সুইডেন সফর করে সুইডেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। এর পর তিনি সুইডেনের প্রধানমন্ত্রীর সাথে যৌথ এক সংবাদ সম্মেলনে বলেন, যদি ইউক্রেন ও রাশিয়ার শস্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ না করে, তাহলে শস্যের নিরাপত্তা সমস্যা কার্যকরভাবে সমাধান করা যাবে না।

 

মহাসচিব জানান, তিনি তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে সংলাপের মাধ্যমে রুশ-ইউক্রেন সংকটের সমাধানকে এগিয়ে নেবেন। পাশাপাশি, তিনি সম্ভাব্য শস্য সংকট মোকাবিলা করতে আন্তর্জাতিক সমাজকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

 

গত মে মাসে তিনি রুশ-ইউক্রেন সংঘর্ষ উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতিতে বড় রকমের প্রভাব সৃষ্টি করে গোটা আফ্রিকার শস্য, জ্বালানি  ও অর্থনৈতিক সংকট আরো গুরুতর করবে বলে মন্তব্য করেছিলেন।

 

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার উপাত্ত অনুসারে, রাশিয়া ও ইউক্রেন যথাক্রমে বিশ্বের বৃহত্তম ও পঞ্চম গম রপ্তানিকারক দেশ।

(আকাশ/এনাম/রুবি)