ড্রাগন নৌকা উত্সবের ছুটির রেলওয়ে পরিবহন সেবা শুরু হয়েছে
2022-06-02 16:56:36

 

জুন ২: আজ (বৃহস্পতিবার) চার দিনের জন্য ড্রাগন নৌকা উত্সব উপলক্ষ্যে চীনের রেলওয়ের পরিবহন সেবা চালু করা হয়েছে। এই সেবা চলবে ৫ জুন পর্যন্ত। এবার যাত্রীদের হার বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় রেলপথ প্রতিদিন গড়ে ৫.৪ মিলিয়ন যাত্রী সেবা দেওয়া হবে। যা মে দিবসের ছুটির তুলনায় প্রতিদিন গড়ে ২মিলিয়নের বেশি।

 

মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থার ভিত্তিতে রেল টিকিটের আগাম বিক্রি ১জুন থেকে ১৫ দিনে সমন্বয় করা হয়েছে। অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন সময়মতো চালু করা হবে; বিভিন্ন জায়গায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছুটির পরিপ্রেক্ষিতে, ছাত্রদের তাদের নিজ শহরে ফেরত পাঠাতে ভাল উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, কম ঝুঁকিপূর্ণ এলাকায় জনপ্রিয় রুটের জন্য একটি নির্দিষ্ট সংখ্যক ট্রেন গ্রুপে কর্মীদের আগাম প্রস্তুত করা হবে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে যে কোনো সময় অনলাইন সেবা চালু থাকবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)