রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার অভিযান চালানোর কথা জানালো যুক্তরাষ্ট্র
2022-06-02 11:02:29

জুন ২: গতকাল (বুধবার) ইউএস সাইবার কমান্ড ও জাতীয় নিরাপত্তা ব্যুরো প্রধান পল নাকাসোনে বলেন, দেশটি রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার অভিযান চালিয়েছিল।

 

তিনি বলেন, সাইবার অভিযানটি ছিল সার্বিক, আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক। পাশাপাশি, তিনি বলেন, এ অভিযান বৈধ ছিল। এটি হলো কোন মার্কিন কর্মকর্তার স্বীকার করা রাশিয়ার বিরুদ্ধে পরিচালিত প্রথম ‘আক্রমণাত্মক’ অভিযান।

 

তবে, মার্কিন জনগণের মতে, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ এড়ানোর যে বক্তব্য আগে দিয়েছিল তার সঙ্গে  এই হামলা সংগতিপূর্ণ নয়।

 

(প্রেমা/এনাম/রুবি)