যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাধীনতা, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে চাইলে এতদাঞ্চলে জোট গঠন বন্ধ করা উচিত: চীনা মুখপাত্র
2022-06-02 18:55:58

জুন ২: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন জাপানের তথ্যমাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে সাংবাদিকদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মুখপাত্র বলেন, চীন সবসময় দৃঢ়ভাবে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করেছে, যা চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা গুরুতরভাবে লঙ্ঘন করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যা করা উচিত তা হলো এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইস্তাহার মেনে চলা এবং তাইওয়ানে অস্ত্র বিক্রি ও যুক্তরাষ্ট্র-তাইওয়ানের সামরিক সম্পর্ক বন্ধ করা। যুক্তরাষ্ট্র যদি সত্যিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাধীনতা, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে চায়, তাহলে তার উচিত জোট গঠন, রাজনৈতিক সংঘাত ও সামরিক বৈরিতা সৃষ্টির ভুল কাজ না-করা এবং এতদাঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে গঠনমূলক ভূমিকা রাখা।

লিলি/তৌহিদ/শুয়ে