জাপান-মার্কিন মৈত্রী সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত
2022-06-02 18:20:15

জুন ২: জাপানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত খুং সুয়ান ইউ গতকাল (বুধবার) জাপানে চীনের বন্ধুত্ব সংস্থা জাপান-চীন সমিতির বিনিময়সভায় অংশ নেন। তিনি ‘চীন-জাপান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৫০ বছর পূর্তিতে চিন্তা, শান্তি ও উন্নয়নের যুগের প্রতিপাদ্য’ শিরোনামে বক্তৃতা দিয়েছেন।

বক্তৃতায় চীনা রাষ্ট্রদূত জাপানকে কৌশলগত স্বাধীনতা বজায় রাখা, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কৌশলগত সম্পর্ক মোকাবিলা করা, জাপান-মার্কিন মৈত্রী সম্পর্কে সচেতন থাকা এবং আঞ্চলিক ও বিশ্বের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

 

বক্তৃতায় খুং সুয়ান ইউ বলেন, তিনি সবসময় জাপানি বন্ধুকে মনে করিয়ে দেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জাপানের কূটনীতির সব বিষয় নয়। জাপানের উচিত জাপান-মার্কিন মৈত্রী সম্পর্কে সচেতন থাকা; সবচেয়ে বড় অংশীদারি দেশের প্রতি মনোযোগের ঘাটতির বিষয়েও সতর্ক করেন তিনি। চীন আশা করে জাপান কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে, দূরদৃষ্টিতে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মোকাবিলা করবে এবং সক্রিয়ভাবে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করবে।

 

খুং সুয়ান ইউ বলেন, এশিয়া হল আঞ্চলিক দেশগুলোর উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি। ঐক্য বা বিচ্ছিন্নতা, সহযোগিতা বা বৈরিতার মুখোমুখি হলে অধিকাংশ দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বাছাই করতে চায় না। বিভিন্ন দেশের অভিন্ন আশা হল সবাই সহাবস্থান করবে, অভিন্ন কল্যাণ অর্জন করবে।

খুং সুয়ান ইউ বলেন, যদি আঞ্চলিক ও বিশ্বের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, তাহলে বোঝা যায় যে, চীন ও জাপানের ব্যাপক অভিন্ন স্বার্থ আছে। দু’দেশের অনেক কিছু করার আছে। সহযোগিতার অনেক চাহিদা আছে। চীন আশা করে, জাপান চীনের সঙ্গে আঞ্চলিক দেশের আকাঙ্ক্ষায় সাড়া দেবে, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে বিনিময়, সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)