যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের সঙ্গে সরকারি যোগাযোগ বন্ধ করা: চীনা মুখপাত্র
2022-06-02 18:52:52

জুন ২: মার্কিন উপ-বাণিজ্য প্রতিনিধি সারাহ বিয়াঞ্চি গতকাল (বুধবার) চীনের তাইওয়ান প্রদেশের প্রতিনিধির সঙ্গে ভিডিও বৈঠক করেছেন এবং তথাকথিত ‘মার্কিন-তাইওয়ান ২১ শতকের বাণিজ্য উদ্যোগ’ চালু করেছেন।

 

এই বিষয়ে আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী কোনো দেশ তাইওয়ানের সঙ্গে সরকারি যোগাযোগ করতে পারে না। এর বিরোধিতা করে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ান ইস্যুতে বার বার নানা পদক্ষেপ নিয়েছে। এর উদ্দেশ্য হল এক চীন নীতি লঙ্ঘন করা এবং তাইওয়ানের স্বাধীনতায় উস্কানি দিয়ে তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।

 

মুখপাত্র চাও জোর দিয়ে বলেন, বিশ্বে শুধু একটি চীন আছে। তাইওয়ান হল চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার হলো চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। যা আন্তর্জাতিক সমাজের অভিন্ন চেতনা। যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের সঙ্গে যে কোনো ধরনের সরকারি বিনিময় বন্ধ করা, ‘স্বাধীন তাইওয়ানের দাবিদারদের’ কোনো ভুল ইঙ্গিত না দেওয়া।

(শুয়েই/তৌহিদ/লিলি)