চীন সফলভাবে গিলি নক্ষত্রপুঞ্জ ০১ গ্রুপ উপগ্রহ নিক্ষেপ করেছে
2022-06-02 16:09:11

জুন ২: বৃহস্পতিবার দুপুর ১২টায় চীনের সিছাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ ২-সি পরিবাহক রকেটের মাধ্যমে গিলি নক্ষত্রপুঞ্জ ০১ উপগ্রগুলো মহাকাশে পাঠানো হয়েছে। ৯টি উপগ্রহ সুষ্ঠুভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে এবং উত্ক্ষেপণ কাজ সফল হয়েছে।

এসব স্যাটেলাইট প্রধানত কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত গাড়ির ভবিষ্যত ভ্রমণ পরিষেবা, যানবাহন-মেশিন/মোবাইল ফোন স্যাটেলাইট মিথস্ক্রিয়া ইত্যাদির মতো প্রযুক্তির গবেষণা ও যাচাইকরণে  ব্যবহৃত হবে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে।

এবারের মিশনটি লং মার্চ সিরিজের পরিবাহক রকেটের ৪২২তম উড্ডয়ন।

লিলি/তৌহিদ/শুয়ে