বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিয়ে সতর্ক করলো আইইএ
2022-06-01 09:52:20

জুন ১: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক জ্বালানি সম্পদ সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল জানিয়েছেন যে, রাশিয়া বিশ্বের জ্বালানি সম্পদের গুরুত্বপূর্ণ সরবরাহকারীর  দেশ, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপের কারণে সারা বিশ্ব তেল, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুত্ সরবরাহ সংকটে পড়েছে।


গ্রীষ্মকালীন ছুটিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসমূহ  জ্বালানি সম্পদের সংকটের সম্মুখীন হবে। ডিজেল,তেল ও কেসোরিনের অভাব দেখা দেবে।


বিরল মনে করেন, এবারের জ্বালানি সম্পদ সংকট গত শতাব্দীর ৭০ ও ৮০-এর দশকের চেয়ে আরো ব্যাপক ও দীর্ঘস্থায়ী হবে।(সুবর্ণা/এনাম/রুবি)