একটি সহনশীল ও নিরাপদ বিশ্ব গঠন চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন দায়িত্ব
2022-06-01 19:31:58

জুন ১: সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনকেন চীন নীতি বিষয়ক বক্তৃতায় বলেছেন যে, বাইডেন সরকারের চীন সম্পর্কিত নীতির মূল বিষয় হলো ‘পুঁজি বিনিয়োগ, মিত্র হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতা’। এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, চীন সবসময় মনে করে যে, পারস্পরিক যোগাযোগ, সহনশীল এবং নিরাপত্তা ও যৌথ ভাগাভাগি করার বিশ্ব গড়ে তোলা হল চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন দায়িত্ব। পরস্পরের সম্পর্ক ভালোভাবে মোকাবিলা করা চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন প্রশ্ন।

(শুয়েই/তৌহিদ/লিলি)