বৈদেশিক বাণিজ্য ও বিদেশি-বিনিয়োগকৃত উদ্যোগ স্থিতিশীল করায় জোর গুরুত্ব দেওয়া হবে: বাণিজ্য মন্ত্রণালয়
2022-06-01 18:18:10

জুন ১: গত মার্চ মাস থেকে বাহ্যিক চাহিদার গতি কমে যাওয়া এবং কোভিড-১৯ মহামারী কারণে, বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল করার ওপর চাপ বেড়েছে। বিদেশি বিনিয়োগ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

গতকাল (মঙ্গলবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা জানান, ‘বিদেশি বিনিয়োগের জন্য উত্সাহিত শিল্পের ক্যাটালগের’ সংশোধন জোরদার করা হবে, উত্সাহের আওতা বাড়ানো হবে এবং বাণিজ্য ও বিদেশি-বিনিয়োগ স্থিতিশীল করার চেষ্টা করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সেং ছিউপিং বলেছেন, আমরা প্রধান বিদেশি বাণিজ্য উদ্যোগের জন্য পরিষেবা উন্নয়নের গতি বাড়াতে, বিদেশি বাণিজ্যের মসৃণ সরবরাহ এবং এন্টারপ্রাইজগুলিকে আরপসিইপি’র মতো অবাধ বাণিজ্য চুক্তির অগ্রাধিকারমূলক নীতির ভাল ব্যবহারে সহায়তা করব। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম সহজতর করার জন্য বিদেশি-তহবিলপ্রাপ্ত উদ্যোগে সক্রিয়ভাবে সাড়া দেব।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)