আংশিক রাশান তেলের উপর ইইউ’র নিষেধাজ্ঞা ইইউ দেশগুলির জন্য ক্ষতিকর: রুশ কর্মকর্তা
2022-06-01 18:20:50

জুন ১: রাশান ফেডারেশন কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট কোসাচেভ গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির নেতারা ইউরোপীয় ইউনিয়নের বিশেষ শীর্ষসম্মেলনে আংশিক রাশান তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি চুক্তি করেছে। যা অর্থনৈতিক প্রতিযোগিতা এবং ইইউ দেশ ও স্থানীয় জনগণের উপর আঘাত করবে।

মস্কোর বিরুদ্ধে জ্বালানি খাতসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির রাজনীতিবিদদের নিষেধাজ্ঞাগুলি অবশেষে তাদের জন্য ক্ষতিকর হবে।

 

কোসাচেভ মনে করেন, ইইউ-এর পদক্ষেপ গুরুতর জ্বালানি সংকট তৈরি করবে। জ্বালানি গ্রাহকদের উপর নিষেধাজ্ঞার প্রভাব বেশি হবে। তা ছাড়া, এসব নিষেধাজ্ঞা জ্বালানি খাতে রাশিয়ার সাথে স্বাক্ষরিত প্রাসঙ্গিক চুক্তি লঙ্ঘন করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির জন্য বেআইনি।

জিনিয়া/তৌহিদ