গণবিধ্বংসী অস্ত্র ও তার পরিবাহকের অনুতপাদন নিয়ে দ্বিচারিতা চলবে না: চীনা প্রতিনিধি
2022-06-01 15:38:42

 

জুন ১: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সভায় বলেন, গণবিধ্বংসী অস্ত্র ও তার পরিবাহকের অনুতপাদন নিয়ে দ্বিচারিতা চলবে না।

 

চাং চুন জানান, গণবিধ্বংসী অস্ত্র ও তার পরিবাহকের অনুতপাদন  আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশিলতার সাথে জড়িত। নিরাপত্তা পরিষদে ২০০৪ সালে ১৫৪০ নম্বর সিদ্ধান্ত পাস  হয়। তা হলো নিরাপত্তা পরিষদের প্রথম অনুতপাদন বিষয়ক সিদ্ধান্ত। তাও আন্তর্জাতিক অনুতপাদন প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি । আন্তর্জাতিক সমাজের অভিন্ন প্রচেষ্টায় আন্তর্জাতিক অনুতপাদন  সম্প্রসারিত হচ্ছে। এ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে এবং এর আন্তর্জাতিক সহযোগিতাও স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।

 

তবে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি অনেক জটিল ও পরিবর্তনশীল। অনুতপাদনে ঝুঁকি ও চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। সন্ত্রাসীদের গণবিধ্বংসী অস্ত্র  পাওয়ার ঝুঁকি সম্প্রসারিত হয়েছে। এখাতে একতরফাবাদ ও দ্বিচারিতা উন্নত হয়েছে। আন্তর্জাতিক অনুতপাদন  ব্যবস্থার আরো অন্যায় ব্যবহার হয়। উন্নয়নশীল দেশসমূহের শান্তিপূর্ণভাবে প্রযুক্তি কাজে লাগানোর খাতে অনেক বাঁধা  রয়েছে।

 

তিনি বলেন, এসবের মোকাবিলায় সত্যিকারের বহুপক্ষবাদ ধারন করা ও আন্তর্জাতিক অনুতপাদন  ব্যবস্থা মজুবত করার প্রস্তাব দিচ্ছে চীন।  

 

তিনি আরো বলেন, অবরোধ অনুতপাদনের ক্ষেত্রে কাজ করতে পারবে না, তা শুধু সংঘর্ষ ও ঝুঁকি সম্প্রসারিত করতে পারে।


(আকাশ/এনাম/রুবি)