চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আর নামতে দেওয়া হবে না
2022-06-01 19:30:57

জুন ১: গতকাল (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ‘হেনরি কিসিঞ্জার ও চীন-মার্কিন সম্পর্ক’-বিষয়ক সেমিনারে ভিডিও বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আর নামতে দেওয়া হবে না; যুক্তরাষ্ট্রের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া।

 

সেমিনারে তিনি বলেন, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অস্বাভাবিক হয়ে আছে। যুক্তরাষ্ট্রের চরম উদ্বেগের দরকার নেই। চীনের সর্বোচ্চ কাজ হলো নিজ দেশের উন্নতি করা, চীনা জনগণের সুন্দর জীবনের আকাঙ্ক্ষা পূরণ করা। যদি যুক্তরাষ্ট্র শুধুই বড় দেশের প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে চীন-মার্কিন সম্পর্ক বিবেচনা করে, জয়-পরাজয়কে নীতিগত লক্ষ্য হিসেবে নির্ধারণ করে, তাহলে শুধুই দ্বিপক্ষীয় সম্পর্ক বৈরিতায় নিয়ে যাবে এবং বিশ্বে হাঙ্গামা সৃষ্টি হবে।

 (শুয়েই/তৌহিদ/লিলি)