ভারত চিনি রপ্তানি সীমাবদ্ধ করতে শুরু করেছে
2022-06-01 16:15:29

জুন ১: ভারত সরকার আজ (বুধবার) ঘোষণা করেছে যে, দেশীয় চিনির সরবরাহ ও মূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এদিন থেকে কাঁচা চিনি, পরিশোধিত চিনি ও সাদা চিনিসহ দেশীয় চিনির ওপর রপ্তানির বিধিনিষেধ আরোপ করা হবে। গত অক্টোবর থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির মোট পরিমাণ এক কোটি টনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

 

আন্তর্জাতিক পণ্যের দাম বৃদ্ধির কারণে ভারতের ভোক্তা মূল্যসূচক এপ্রিল মাসে ৭.৭৯ শতাংশ বেড়েছে; যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। ডিজেল ও সারের ক্রমবর্ধমান দামের কারণে ভারতে অভ্যন্তরীণ চিনির দাম বাড়ছে। কিছু বিশ্লেষক বলছেন যে, ভারতের চিনির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা বাস্তবায়ন মূলত আন্তর্জাতিক চিনির দাম বৃদ্ধির সমস্যা মোকাবিলায় একটি সতর্কতামূলক ব্যবস্থা।

(লিলি/তৌহিদ/শুয়েই)