চীন বিশ্বাস করে সীমান্ত ইস্যুটি চীন-ভারত সম্পর্কের সম্পূর্ণ বিষয় নয়
2022-05-31 19:13:14

মে ৩১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন বরাবরই বিশ্বাস করে যে, সীমান্ত ইস্যুটি চীন-ভারত সম্পর্কের পুরো বিষয় নয়।

 

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। জবাবে মুখপাত্র বলেন, চীন এখনও ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার; যা প্রথমবারের মতো ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। চীন ও ভারতের পরিসংখ্যান পদ্ধতি ভিন্ন, যার ফলে তাদের ঘোষিত বাণিজ্যের পরিমাণে পার্থক্য রয়েছে।

 

মুখপাত্র বলেন, বর্তমানে, চীন-ভারত সীমান্তের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং উভয় পক্ষ কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। চীন বিশ্বাস করে, সীমান্ত সমস্যা চীন-ভারত সম্পর্কের একমাত্র বিষয় নয় এবং তা দ্বিপক্ষীয় সম্পর্কের একটি উপযুক্ত ব্যবস্থা।

 

ভারত অনেক স্থানীয় চীনা কোম্পানির পর্যালোচনা করছে, জবাবে মুখপাত্র বলেন, “চীন সরকার সবসময় চীনা কোম্পানিগুলোকে বৈধভাবে বিদেশে ব্যবসা করার দাবি জানায়। এ সময় আমরা দৃঢ়ভাবে চীনা কোম্পানিগুলিকে তাদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষায় সমর্থন জানাই। ভারতের উচিত আইন মেনে কাজ করা এবং চীনা কোম্পানিগুলিকে ভারতে ব্যবসার একটি ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ প্রদান করা।"

 

জিনিয়া/তৌহিদ