বৃটেনে সস্তা খাবারের দাম বেড়েছে ১৫ শতাংশ
2022-05-31 11:10:54

মে ৩১: স্থানীয় সময় গতকাল (সোমবার) বৃটিশ রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে জানা গেছে, ২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বৃটেনের  সস্তা  খাবারগুলোর দাম ১৫ শতাংশেরও বেশি বেড়েছে। এর মধ্যে পাস্তার দাম ৫০ শতাংশ বেড়েছে।

 

 

বৃটিশ রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো সুপারমার্কেটের ৩০ ধরনের সস্তা নিত্য প্রয়োজনীয় খাবার বেছে নিয়ে জরিপ চালিয়েছে। তাতে পাস্তা, চাল, পাউরুটি, চা, বিস্কুট, কলা ও পিত্জা রয়েছে।

 

পরিসংখ্যান থেকে জানা গেছে, এসব খাবারের মধ্যে পাস্তার দাম বেড়েছে ৫০ শতাংশ, চিপসের ১৭ শতাংশ, পাউরুটির ১৬ শতাংশ এবং গরুর শিমের ১৬ শতাংশ, যা সবচেয়ে বেশি।

 

বিশ্লেষকরা মনে করেন, এসব তথ্য থেকে বোঝা যায়, বৃটিশ দরিদ্র পরিবারের খরচ বড় সংকটে পড়েছে, কারণ এমন পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় খাবার সবচেয়ে জরুরি।(সুবর্ণা/এনাম/রুবি)