যৌন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘অনিচ্ছুক’ কানাডার সামরিক বাহিনী
2022-05-31 11:15:41

মে ৩১: কানাডা তার সামরিক বাহিনীর অভ্যন্তরীণ যৌন নির্যাতন ও যৌন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘অনিচ্ছুক’ বা ‘অক্ষম’ । গতকাল (সোমবার) কানাডার সুপ্রিম কোর্টের সাবেক বিচারক  লুইস আর্বার একথা বলেন।

 

এদিন তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে চার শতাধিক পৃষ্ঠার এক তদন্ত রিপোর্ট প্রকাশ করেন।

 

রিপোর্টে ৪৮টি প্রস্তাব দেয়া হয়। এর মধ্যে রয়েছে: বাহিনীর প্রশাসন কাঠামোর গুরুত্বপূর্ণ সমন্বয় করে, বহির্বিভাগ পরিষেবার মাধ্যমে সর্বাধিক মাত্রায় অফিস ও সৈন্যের ওপর সামরিক পক্ষের পুরোপুরি নিয়ন্ত্রণ কমানো। এছাড়া, সকল যৌন অপরাধ ও যৌনতা -সংক্রান্ত অভিযোগ বেসামরিক পুলিশ সংস্থা ও আদালতের কাছে প্রদান করা।

 

(প্রেমা/এনাম/রুবি)