তথাকথিত ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক’ মৌলিক অর্থনৈতিক আইন লঙ্ঘন করেছে
2022-05-31 18:17:08

মে ৩১: গতকাল (সোমবার) ফিজি সফরকালে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি তথাকথিত ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক’ চালু করেছে। এতে নতুন বিনামূল্যে, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আদেশ প্রতিষ্ঠার দাবি করা হয়েছে; কিন্তু শুল্ক না-কমানো অসংলগ্ন আচরণ। বাজারে প্রবেশাধিকার ছাড়া, উন্মুক্তকরণ কীভাবে হয়! এই অঞ্চলের এমনকি বিশ্বের সবচেয়ে বড় বাজার চীনকে যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, তাহলে অন্তর্ভুক্তির জায়গা কোথায়?

 

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিষয়ে রাজনীতিকরণ, অস্ত্রায়ন এবং এমনকি আদর্শিককরণের চেষ্টা করে এবং এমনকি সাধারণ পণ্য বাণিজ্যও আমেরিকান মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা পরিমাপ করা হয়। এই পদ্ধতিটি মৌলিক অর্থনৈতিক আইন লঙ্ঘন করেছে এবং অর্থনৈতিক বিশ্বায়নের প্রবণতার বিপরীতে গেছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)