‘বাংলাদেশে আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র’
2022-05-31 17:49:03

ঢাকা, মে ৩১: বাংলাদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু একটি নির্বাচন হবে বলে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ -ডিক্যাব আয়োজিত আলোচনায় অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ভয়-ভীতিহীন সাংবাদিকতা সম্পর্কে সবসময় উৎসাহ দিয়ে থাকে। বাংলাদেশেও সেটি চায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, অভিযোগের সুরাহায় সুনির্দিষ্ট ব্যবস্থা ও বাহিনীটিকে জবাবদিহিতায় আনা ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই।

সাজিদ/ শান্তা