চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৮তম বার্ষিকীতে সেদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূতের অভিনন্দনবার্তা
2022-05-30 17:56:01

মে ৩০: চীন-মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ (সোমবার) চীন-বিষয়ক মালয়েশিয়ার বিশেষ দূত চাং ছিং সিন এক অভিনন্দন বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা, নীতিমালা, অর্থনীতির সমন্বয় ও সংস্কৃতির সহনশীলতার কথা উল্লেখ করা হয়। এসব বন্ধুত্বপূর্ণ সাফল্য দেশ দুটির জনগণকে অনেক বাস্তব স্বার্থ ও সুযোগ দিয়েছে বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, টানা ১৩ বছর ধরে চীন মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। বর্তমানে বহু চ্যালেঞ্জের সামনে দ্বিপক্ষীয় বাণিজ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। দু’দেশের গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রকল্পও অব্যাহত রয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার দরজা খোলা এবং আরসিইপি’র ১৮ মার্চ থেকে কার্যকর হওয়ার সাথে সাথে কিছু আংশিক পণ্য শুল্ক সুবিধা পাওয়াসহ নানা সুবিধাজনক নীতি দু’দেশের পণ্য ও বাণিজ্য উন্নয়নের সম্ভাবনা উন্মুক্ত করবে এবং দু’দেশের শিল্পের রূপান্তর ও উন্নয়নে সহায়ক হবে; যাতে আঞ্চলিক অর্থনীতি উন্নয়নে প্রাণবন্ত শক্তি যোগানো যায়।

(লিলি/তৌহিদ/শুয়েই)