দ্বিতীয় চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন সফল হয়েছে, অনেক নতুন সিদ্ধান্ত হয়েছে
2022-05-30 19:23:32

মে ৩০: আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বলেন, দ্বিতীয় চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন সফল হয়েছে। একটি সংহতিময় ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সব পক্ষ গভীরভাবে আলোচনা করেছে এবং অনেক নতুন সিদ্ধান্ত হয়েছে।

সম্মেলনের পরে, চীন ও দ্বীপ দেশগুলির মধ্যে সহযোগিতা পরবর্তী পদক্ষেপের বিষয়ে একটি ঘোষণা প্রকাশ করবে চীন।

 

মুখপাত্র বলেন, সম্মেলনে আলোচনা করা প্রাসঙ্গিক নথিগুলি হলো ধারাবাহিক আলোচনার প্রক্রিয়া। পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে সব পক্ষ নতুন ঐকমত্যে পৌঁছেছে; যা চূড়ান্ত চুক্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সব পক্ষ সক্রিয় ও কার্যকর আলোচনা চালিয়ে যেতে এবং আরও ঐকমতে পৌঁছানোর চেষ্টা করতে সম্মত হয়েছে।

জিনিয়া/তৌহিদ/শুয়েই