গত ফেব্রুয়ারিতে বিশ্বের ‘আর্থ-বাণিজ্যিক ঘর্ষণ সূচক’ গত বছরের তুলনায় ১৩৯ পয়েন্ট বেড়েছে
2022-05-30 16:07:18

মে ৩০:আজ (সোমবার)চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড মে মাসের নিয়মিত প্রেস ব্রিফিং আয়োজন করেছে। এতে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ‘বৈশ্বিক আর্থ-বাণিজ্যিক ঘর্ষণ সূচক’ ছিলো ২৩৯ পয়েন্ট; যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৩৯ পয়েন্ট বেড়েছে। এতে বোঝা যায়, বৈশ্বিক আর্থ-বাণিজ্যিক চাপ ক্রমাগত বাড়ছে। এতে শীর্ষ পঞ্চম স্থানে আছে ভারত, ইইউ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ভারত, ইইউ ও যুক্তরাষ্ট্রের ‘বৈশ্বিক আর্থ-বাণিজ্যিক ঘর্ষণ সূচক’ উচ্চ পর্যায় বজায় রেখেছিলো। দক্ষিণ আফ্রিকার এ সূচক শূন্য থেকে শীর্ষস্থানে উন্নীত হয়েছে। চীনের ক্ষেত্রে এই সূচক নিম্ন পর্যায়ে রয়েছে এবং তালিকার ১৫তম স্থানে রয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে