জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কর্মকর্তার চীন সফর ফলপ্রসূ: চীনা মুখপাত্র
2022-05-30 19:21:24

মে ৩০: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান  বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের চীন সফর ফলপ্রসূ হয়েছে।

সম্প্রতি ব্যাচেলেটের চীন সফর সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তোনি ব্লিনকেন অযৌক্তিক মন্তব্য করেছেন। এ বিষয়ে মুখপাত্র বলেন, চীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ২৩ থেকে ২৮ মে চীন সফর করেন। যা একটি উপলব্ধির যাত্রা ও সহযোগিতা জোরদারের যাত্রা। চীনের মানবাধিকার উন্নয়ন সম্পর্কে তাঁর উপলব্ধি বৃদ্ধি পেয়েছে।

চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র চীনের সিনচিয়াংয়ের বাস্তবতা উপেক্ষা করেছে, বার বার মিথ্যা অভিযোগ করেছে। হাস্যকর ব্যাপার হল, তারা এবারও মিথ্যা কথা বলছে।

জাতিসংঘ কর্মকর্তা যেখানে যেতে চেয়েছেন, সেখানেই তিনি গিয়েছেন। তিনি নিজেও বলেছেন, চীনে তিনি অবাধ ও স্বাধীনভাবে বিনিময় করেছেন।

মুখপাত্র আরো বলেন, আসলে যুক্তরাষ্ট্র মানবাধিকারকে গুরুত্ব দেয় না, তারা শুধু মানবাধিকারের অজুহাতে বার বার চীনকে প্রতিরোধ করার চেষ্টা করছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)