দ্বিতীয় চীন-প্যাসিফিক দ্বীপপুঞ্জ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে লিখিত ভাষণ দিয়েছেন সি চিন পিং
2022-05-30 19:18:10

মে ৩০: আজ (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্বিতীয় চীন-প্যাসিফিক দ্বীপপুঞ্জ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের জন্য লিখিত ভাষণ দিয়েছেন।

সি চিন পিং বলেন, চীন ও প্যাসিফিক দ্বীপপুঞ্জ দেশের মৈত্রী সুদীর্ঘকালের। সাম্প্রতিক বছরগুলোতে প্যাসিফিক দ্বীপপুঞ্জ দেশগুলো পরস্পরকে সম্মান করেছে, দু’পক্ষের যৌথ উন্নয়নের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হচ্ছে, এর ফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন সবসময় মনে করে, বড়, ছোট দেশ সবই সমান। চীন ন্যায্য এবং আন্তরিকতা নিয়ে প্যাফিসিক দ্বীপপুঞ্জ রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব উন্নত করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির যে কোনো অবস্থায়, চীন সবসময় প্যাসিফিক দ্বীপপুঞ্জ এলাকার ভালো বন্ধু, ভালো ভাই এবং ভালো অংশীদার। ২০২১ সালের অক্টোবর মাসে চীন-প্যাসিফিক দ্বীপপুঞ্জ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। যা দু’পক্ষের সংলাপ জোরদার, আস্থা বাড়ানো এবং সহযোগিতা বৃদ্ধিতে নতুন আশা যুগিয়েছে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, চীন প্যাসিফিক দ্বীপপুঞ্জের সঙ্গে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা, সহযোগিতা জোরদার করা এবং হাতে হাত রেখে আরো ঘনিষ্ঠ অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে চায়।

(শুয়েই/তৌহিদ/লিলি)