জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি শ্রমিক দিবস ২০২২
2022-05-30 18:28:35

মে ৩০: আজ (৩০ মে) চীনের ষষ্ঠ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি শ্রমিক দিবস, চীনা বিজ্ঞান ও প্রযুক্তি সমিতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রাসঙ্গিক বিভাগগুলির সঙ্গে নানা কার্যক্রম আয়োজন করেছে। চীনা বিজ্ঞান ও প্রযুক্তি সমিতি, শিক্ষা মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ ৭টি মন্ত্রণালয় যৌথভাবে ‘বিজ্ঞানীদের আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রের প্রথম ব্যাচের তালিকা প্রকাশ করেছে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং ইউয়ান লংপিং হাইব্রিড রাইস সায়েন্স পার্ক-সহ ১৪০টি কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

চীনা বিজ্ঞান ও প্রযুক্তি সমিতিসহ ৭টি মন্ত্রণালয় যৌথভাবে ‘চীনা বিজ্ঞানী আধ্যাত্মিক প্রচার গোষ্ঠী’ প্রতিষ্ঠা করেছে, এবং ‘বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট এবং শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ’ প্রচার কার্যক্রম চালু করেছে। বেইজিং, ছংছিং, নিংসিয়া ও অন্যান্য স্থানের তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরণের প্রচার কার্যক্রম পরিচালনার জন্য বিজ্ঞানীদের প্রচার গোষ্ঠী স্থাপন করা হয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)