মিয়ানমারে চীনের নতুন দফা মহামারি সামগ্রী হস্তান্তর
2022-05-29 17:25:14

মে ২৯: আজ (রোববার) সকালে মিয়ানমারকে দেওয়া চীনের করোনাভাইরাসের টিকা ও চিকিত্সাসামগ্রী দেশটিতে পৌঁছেছে। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেন হাই এবং মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। এসব সহায়তার মধ্যে রয়েছে কোভিড টিকা ও ভ্রাম্যমাণ নিউক্লিক এ্যাসিড পরীক্ষার গাড়ি ইত্যাদি।

করোনাভাইরাসের মহামারি শুরু হলে চীন কয়েক দফায় মিয়ানমারকে বিভিন্ন সামগ্রী দিয়েছে। সেই সঙ্গে চীন সক্রিয়ভাবে মিয়ানমারের কোভিড টিকা উত্পাদান এবং টিকাদান বাড়াতে সাহায্য করেছে।

পাশাপাশি, চীন বিভিন্ন কঠিনতা কাটিয়ে মিয়ানমারের রোগ নিয়ন্ত্রণকেন্দ্র এবং চিকিত্সকের প্রশিক্ষণকেন্দ্র প্রকল্প নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছে। চীন আশা করে, এসব প্রকল্প ও ব্যবস্থার মাধ্যমে মিয়ানমারের গণস্বাস্থ্য ব্যবস্থার গঠন ও গুরুতর গণস্বাস্থ্যহানি এড়ানো যাবে।

মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এবারে চীনের দেওয়া টিকা দেশটির যুব ও কিশোরদের দেওয়া হবে। ভ্রাম্যমাণ নিউক্লিক এ্যাসিড পরীক্ষার গাড়ি সীমান্ত বন্দরের মহামারি প্রতিরোধে ব্যবহার করা হবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)