জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তার চীন সফরের তথ্য জানিয়েছে চীন
2022-05-29 17:24:14

মে ২৯: জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট সম্প্রতি চীন সফর করেছেন। গতকাল (শনিবার) চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী মা চাও সুই তাঁর চীন সফর সম্পর্কিত তথ্য অবহিত করেন।

তিনি বলেন, চীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ২৩ থেকে ২৮ মে চীন সফর করেছেন। তিনি মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে এই প্রথম চীন সফর করলেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত বুধবার ভিডিও সাক্ষাত করেন। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রীও তাঁর সঙ্গে সাক্ষাত্ করেছেন।

দু’পক্ষ পারস্পরিক সম্মান ও আন্তরিকতার মনোভাব নিয়ে গভীর মতবিনিময় করেছে। চীন ব্যাচেলেটকে সার্বিক ও গভীরভাবে চীনের মানবাধিকার উন্নয়নের পথ, চিন্তাধারা, চেতনা ও সাফল্য তুলে ধরেছে। দু’পক্ষ বিশ্বের মানবাধিকার খাত পরিচালনা, বহুপক্ষীয় মানবাধিকার কাজ এবং চীন ও জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছে।

দু’পক্ষের যৌথ প্রচেষ্টায় এ সফর সফল হয়েছে।

এ সফরে, চীনের মানবাধিকার উন্নয়ন পথ সম্পর্কে তাঁর উপলব্ধি বেড়েছে। চীনের মানবাধিকার কাজের ঐতিহাসিক সাফল্য প্রমাণিত হয়েছে। এতে প্রমাণ হয় যে, চীনের মানবাধিকার উন্নয়নের পথ সফল ও কার্যকর। চীন অব্যাহতভাবে এই পথে এগিয়ে যাবে।

ব্যাচেলটকে বিশ্ব মানবাধিকার পরিচালনায় চীনের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। চীন অব্যাহতভাবে বহুপক্ষবাদে সমর্থন করবে, বিভিন্ন দেশের সঙ্গে মানবাধিকার খাত নিয়ে সংলাপ ও সহযোগিতা করবে, যৌথভাবে উন্নয়ন বাস্তবায়ন করবে।

পাশাপাশি, চীন ও জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সহযোগিতা জোরদার করা হবে।

সেইসঙ্গে, একটি প্রকৃত সিনচিয়াং দেখেছেন ব্যাচেলেট। তিনি সিনচিয়াংয়ের বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন, তাদের মতামত শুনেছেন।

(শুয়েই/তৌহিদ/লিলি)