যুক্তরাষ্ট্রের বিশ্ব, চীন এবং চীন-মার্কিন সম্পর্কের দৃষ্টিভঙ্গিতে গুরুতর বিচ্যুতি রয়েছে: ওয়াং ই
2022-05-29 17:25:13

মে ২৯: চীন সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের বক্তৃতা থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের বিশ্ব দৃষ্টিভঙ্গি, চীন সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি রয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শনিবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

ওয়াং ই বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে জানাতে চাই, এই বিশ্ব যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মতো চলা বিশ্ব নয়। আন্তর্জাতিক সমাজের জন্য সবচে জরুরি কাজ হলো মানবস্বাস্থ্য নিশ্চিত করা, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার বেগবান করা এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। তাই অভিন্ন লক্ষ্যের কমিউনিটির চেতনা গড়ে তোলা এবং জাতিসংঘ সনদ ও নীতি অনুসরণ করা উচিত্। একদিকে প্রেসিডেন্ট সি’র উত্থাপিত সম্মিলিতভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ নির্মাণ এবং বিশ্ব উন্নয়নের প্রস্তাব ও বিশ্বের নিরাপত্তা প্রস্তাব আন্তর্জাতিক সমাজের ব্যাপক সমর্থন পেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের চেতনায় অটুট থেকে আধিপত্যের যুক্তি অনুসরণ করছে এবং দলীয় রাজনীতি প্রচার করছে। ইতিহাসের ধারার বিরুদ্ধে গেলে শুধু সংঘর্ষ ও সংঘাত হবে এবং আন্তর্জাতিক সমাজ বিভক্ত হবে। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্র বিশৃঙ্খলার একটি উৎস হয়েছে, যা বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলাকে নাড়া দিয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রে বাধা দিয়েছে।

বেইজিং যুক্তরাষ্ট্রকে জানাতে চায়, চীন যুক্তরাষ্ট্রের কল্পনার চীন নয়। চীনের উন্নয়ন ও পুনরুজ্জীবনের স্পষ্ট যুক্তি ও শক্তিশালী প্রাণশক্তি আছে। ১৪০ কোটি মানুষের আধুনিক পথে যাওয়া হলো মানবজাতির বিশাল অগ্রগতি, বিশ্বের জন্য হুমকি ও চ্যালেঞ্জ নয়। চীনের লক্ষ্য উজ্জ্বল; তা হলো জনগণের আরও সুন্দর জীবন দেওয়া, বিশ্বের জন্য আরও বেশি অবদান রাখা, কারও পরিবর্তন বা কাউকে চ্যালেঞ্জ করা নয়।

লিলি/তৌহিদ/শুয়ে