অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের খোঁজে রাজধানীতে অভিযান
2022-05-29 18:19:55

ঢাকা, মে ২৯: স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া আলটিমেটাম শেষ হওয়ার পর বাংলাদেশের অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।

 

রোববার রাজধানীর উত্তর বাড্ডার ডগমা হাসপাতাল লিমিটেডকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও কিট রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

অভিযানে নেতৃত্ব দেয়া অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তার গণমাধ্যমকে জানান, হাসপাতালটির ল্যাবে কয়েক মাস পুরনো কিট পাওয়া যায়। যেগুলো দিয়ে রোগীদের ইউরিন টেস্ট করা হতো। এছাড়া হাসপাতালটির নিজস্ব ফার্মেসিতে কয়েক ধরনের ওষুধের মেয়াদ উত্তীর্ণ ছিল।

 

এদিকে রাজধানীর চাঁনখারপুল এলাকাতেও অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার, অ্যাকটিভ ডায়াগনস্টিক সেন্টারসহ আরো কয়েকটি সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান চীন আন্তর্জাতিক বেতারকে জানান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। সেইসঙ্গে সেবা নেয়ার সময় ভোক্তাদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

গেল ২৬ মে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, এ সময়ের পর নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অভি/শান্তা