যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার দুর্ভাগ্যজনক পরিণতি
2022-05-29 19:19:17

মে ৩০: গত শুক্রবার আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার কারণে ক্ষয়ক্ষতির বিষয়ে একটি নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ফলাফল শুধু প্রাণহানি নয়, বিশাল আর্থ-সামাজিক ক্ষতি এবং ক্ষতিগ্রস্তদের জন্য দীর্ঘমেয়াদি মানসিক আঘাত বয়ে আনে।

এনবিসি গবেষণাটিকে ‘একটি দুঃখজনক স্মারক’ বলে অভিহিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বন্দুক সহিংসতার কারণে যে ক্ষতি হয় তা কেবল বেসামরিক হতাহতের ঘটনা নয়। বিশেষজ্ঞরা বলছেন, বন্দুক সহিংসতা, সারাজীবনের জন্য ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মানসিক আঘাত সৃষ্টি করে। যা বহু বছর পর তার পরিবার ও সমাজে প্রতিফলিত হয়।

জিনিয়া/তৌহিদ